November 25, 2024
বুলেটপ্রুফ ‘বালতি’ দিয়ে মাথা ঢেকে আদালতে ইমরান খান

বুলেটপ্রুফ ‘বালতি’ দিয়ে মাথা ঢেকে আদালতে ইমরান খান

বুলেটপ্রুফ ‘বালতি’ দিয়ে মাথা ঢেকে আদালতে ইমরান খান

বুলেটপ্রুফ ‘বালতিদিয়ে মাথা ঢেকে আদালতে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান মঙ্গলবার লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজির হন। এই দিন, তিনি তার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুটা অদ্ভুত চেহারার বুলেটপ্রুফ বালতি পরে আদালতে হাজির হন।

পাকিস্তানি নেটিজেনরা এই হেলমেটের নাম দিয়েছে ‘বুলেটপ্রুফ বাকেট’। হেলমেটটিও দেখতে অনেকটা বালতির মতো। এদিকে, বালতির মতো এই হেলমেট পরে ইমরানের আদালতে প্রবেশের দৃশ্যটি দেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, ইমরান খানকে রক্ষা করার জন্য একটি বড় কালো চারকোণা বোর্ড ধরে আছেন  ছয়জন নিরাপত্তা কর্মী।  আদালত প্রাঙ্গণ জুড়ে চলছেন  এবং তাদের মাঝখানে ইমরান খান, একটি বালতির মতো দেখতে হেলমেট পরা। নড়াচড়া করার সময় তিনি যাতে হোঁচট না খায় তা নিশ্চিত করার জন্য তার পিছনে একজন ব্যক্তিও রয়েছেন।

প্রসঙ্গত, গত নভেম্বরে ইমরান খান তার রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তৃতা দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন। ওই ঘটনার জেরে দায়ের করা মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে।

এছাড়াও এই আদালতে ইমরানের বিরুদ্ধে আরও তিনটি মামলা চলছে। তবে সবগুলোতেই আগাম জামিন পেয়েছেন তিনি।

ইমরান খান বর্তমানে লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। তবে কয়েকদিন আগে চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার ডান পায়ের চোট এখনো সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published.

X