January 20, 2025
মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করলো রাশিয়া

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করলো রাশিয়া

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কৃত করলো রাশিয়া

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংসকারী সেই পাইলটদের পুরস্কার দেবে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ওই পাইলটদের প্রশংসা করে বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেওয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা “আন্তর্জাতিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ” বলে উল্লেখ করেন।

আমেরিকার অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

দেশটির দাবি, মার্কিন ওই ড্রোন ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি চলে আসায় বাধা দেওয়া হয়েছে। এ সময় দ্রুত বাক নিতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে রাশিয়া।

 

Leave a Reply

Your email address will not be published.

X