November 21, 2024
সাইবার নিরাপত্তায় নতুন ফিচারঃ অশ্লীল ছবি এলেই ব্লার বা ভ্যানিশ করে দেবে গুগল

সাইবার নিরাপত্তায় নতুন ফিচারঃ অশ্লীল ছবি এলেই ব্লার বা ভ্যানিশ করে দেবে গুগল

সাইবার নিরাপত্তায় নতুন ফিচারঃ অশ্লীল ছবি এলেই ব্লার বা ভ্যানিশ করে দেবে গুগল

সাইবার নিরাপত্তায় নতুন ফিচারঃ অশ্লীল ছবি এলেই ব্লার বা ভ্যানিশ করে দেবে গুগল

নেটদুনিয়ায় কোন কিছু খুঁজতে গেলে অনেক রকম ডিসগাস্টিং ছবি বা ভিডিও চলে আসে,বাধে বিপত্তি। পড়তে হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। যখন-তখন চলে আসে অশ্লীল কিছনা কিছু ।এতে ব্যবহারকারী যেমন বিরক্ত হন, তেমন তৈরি হয় সাইবার ঝুঁকিও।  তাই এসব মাথায় রেখে গুগল নতুন ফিচার যোগ করতে যাচ্ছে সামনের মাস থেকে।  এমনটাই জানানো হয়েছে গুগলের অফিসিয়াল ব্লগ পোস্টে। এই নতুন ফিচারের বিশেষ বৈশিষ্ট্য হবে অশ্লীল ছবি এলেই তাকে দ্রুত ব্লার বা ভ্যানিশ করে দেয়া।

সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্য অন্যের কাছে গোপন রাখতে বেশ কঠিনই হচ্ছে গুগল। যদিও ই-মেইল দিয়ে লগিন বা অর্থের বিনিময়ে এসব পর্নোগ্রাফি, ভিডিওতে প্রবেশের পথ ছিল, কিন্তু এসব নিষিদ্ধ করতেই গুগল মূলত।   এই ফিচার আনছে

ডিফল্ট এই সেটিং ব্যবহারকারীদের অশ্লীল ছবি, সহিংসতা এবং রক্ত ও রক্তাক্ত ছবিসহ স্পষ্ট ছবিগুলির দুর্ঘটনাজনিত এক্সপোজার থেকে রক্ষা করবে৷ বিশেষ করে এমন কনটেন্ট যা বাচ্চাদের জন্য ক্ষতিকর তা বন্ধ রাখবে গুগল।

কারও অপছন্দ হলেও সেটিংসে কোনও পরিবর্তন করা যাবে না। তবে ১৮ বছরের নীচে ব্যবহারকারীদের আপত্তিকর কোনও ছবি দেখতে না দিলেও সাবালকদের ক্ষেত্রে নিয়মটি অন্যরকম। তারা যদি চান গুগলের ‘সেফ সার্চ’ বোতামটি বন্ধ করে দিতেই পারেন।

এই নতুন ফিচারটি ব্যবহারকারী ও তাদের পরিবারকে অসাবধানতাবশত অশ্লীল, মানসিকভাবে ঝুঁকিতে ফেলে এমন ছবি চলে আসার মতো পরিস্থিতির হাত থেকে রক্ষা করবে।

 

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

X