December 3, 2024
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসঃ সূচনা হল কীভাবে?

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসঃ সূচনা হল কীভাবে?

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসঃ সূচনা হল কীভাবে?

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসঃ সূচনা হল কীভাবে?

জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সমাজে নারীদের গুরুত্ব ও অবদান স্মরণ করিয়ে দিতে এই বিশেষ দিনটি শুরু করা হয়েছিল। জাতিসংঘের এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে লিঙ্গ সমতা অর্জন’।আন্তর্জাতিক নারী দিবস শুরু হয় যেভাবে

তাহলে কীভাবে শুরু হলো আন্তর্জাতিক নারী দিবস পালন? এর উত্তর জানতে হলে ফিরে যেতে হবে প্রায় এক শতাব্দী আগে। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমেরিকার সোশ্যালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস পালন করার কথা বলে। থেরেসা মালকিয়েল এই দিন বস্ত্র ব্যবসায়ীদের কথা স্মরণ করতেই বিশেষ দিন পালনের কথা বলেন। এর পরই আমেরিকানদের থেকে উৎসাহিত হয়ে জার্মান সরকারের পক্ষ থেকে একটি দিন নারী দিবস হিসেবে পালনের কথা বলা হয়। যদিও এর জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি তখনও।

এর পর ডেনমার্কের কোপেনহেগেন শহরের দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্ৰেসে নারী অধিকার বিষয়ে বিশেষজ্ঞ আইনজীবী ক্লারা জেটকিন একটি আন্তর্জাতিক নারী দিবস পালনের কথা বলেন। সেখানেই উপস্থিত ১৭ জন নারী সদস্য তাকে সমর্থন জানান। তাদের মধ্যে ফিনল্যান্ডের প্রথম তিন সংসদ সদস্যও ছিলেন। মার্চেই দিনটির প্রাথমিক অনুষ্ঠান করা হয়। পরে ১৯১৩ সালে ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

১৯৯৬ সালে জাতিসংঘ এই দিনটির বিশেষ থিম নির্বাচন করে। প্রথম থিম ছিল ‘অতীতের উদযাপন ও ভবিষ্যতের জাতিসংঘ সাধারণ সভায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। তখন থেকেই প্রতি বছর একটি বিশেষ থিম বা ভাবনা নিয়ে পালন করা হয় দিনটি।

১৯৯৬ সালে, জাতিসংঘ এই দিবসের জন্য একটি বিশেষ থিম নির্বাচন করে। আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম থিম ছিল ‘সেলিব্রেটিং দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার’ (অতীত এবং ভবিষ্যত উদযাপন)। এরপর থেকে প্রতি বছর একটি বিশেষ থিম বা ধারণা নিয়ে দিবসটি পালিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published.

X