January 21, 2025
ফোন রিসিভ কোন কানে?

ফোন রিসিভ কোন কানে?

ফোন রিসিভ কোন কানে?

ফোন রিসিভ কোন কানে?

অতিরিক্ত ফোন ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। কারণ ফোন থেকে অনেক ধরনের রেডিয়েশন নির্গত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে মস্তিষ্কে এর নেতিবাচক প্রভাব পড়ে।এরপরও কানভেদে ফোন ধরায় ক্ষতির তারতাম্য হয়। এ বিষয়ে ফিনল্যান্ডের একদল বিজ্ঞানী তাদের গবেষণায় দেখেছেন, ডান ও বাম কানে ফোন ধরার মধ্যে পার্থক্য রয়েছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, স্মার্টফোন হোক বা ফিচার ফোন- দুই ধরনের ফোনেরই অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ফোনে কথা বলার সময় কোন কানে ফোন ধরবেন, ডান না বাম কানে তা নিয়ে দীর্ঘক্ষণ এ নিয়ে জিজ্ঞাসা ছিল দীর্ঘদিনের ।

গবেষকরা বলছেন, বেশিরভাগ মানুষ ফোনে কথা বলার সময় তাদের ডান কান ব্যবহার করেন। কিন্তু গবেষণায় দেখা গেছে যে ডান কান সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে। ফলে মানুষ ছোটখাটো বিষয় নিয়ে চিন্তিত হতে পারে।

গবেষণায় দেখা গেছে যে ৮০ শতাংশ মানুষ ফোনে কথা বলার জন্য তাদের ডান কান ব্যবহার করে, তাই বিকিরণ মস্তিষ্ককে বেশি প্রভাবিত করে। এর একটি কারণ হল বিশ্বের ৯০ শতাংশ মানুষ ডানহাতি। ফলে তারা যেকোনো কাজে প্রথমে তাদের ডান হাত, ডান পা বা ডান কান ব্যবহার করে। তবে ডান কানে ফোন ধরতে ব্যবহারকারীদের মধ্যে নানা সমস্যা দেখা দেয়। ডান কান বাম কানের চেয়ে মস্তিষ্কের কাছাকাছি। ফলে ডান কানে ফোন দিয়ে কথা বললে মস্তিষ্কের ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই ফোনে কথা বলার সময় বাম কান ব্যবহার করা উচিত।

ফিনিশ বিজ্ঞানীদের এবং নিউক্লিয়ার সেফটি অথরিটির একটি সমীক্ষায় বলা হয়েছে যে , যখন মানুষের কোষ ফোনের সংস্পর্শে আসে তখন মোবাইল ব্লাড-ব্রেন ব্যারিয়ারের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে। ব্লাড-ব্রেন ব্যারিয়ারের বাধা মানবদেহে সুরক্ষা কবচ হিসেবে পরিচিত। এটি রক্তের দূষিত পদার্থগুলোকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয়।

 

Leave a Reply

Your email address will not be published.

X