ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে জঘন্য বিল পাস উগ্র ইসরাইলি পার্লামেন্টে
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট- নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে।
বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরাইল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে পারবে।
ইসরাইলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গাভির বিলটি নেসেটে উত্থাপন করেন।
হামাস এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে।
হামাস আরো বলেছে, এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরাইল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নির্বাচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে।অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যেকোনো হত্যাকাণ্ড অবৈধ।
হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরাইল ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে এ ধরনের আইন পাস করে তা ঠেকানো যাবে না।