September 7, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের

পরমাণু কর্মসূচির পরিধি বাড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের

যদিও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাভিজানের  এক বছর পূর্তি আজ।সেই মুহূর্তে পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাদারল্যান্ড দিবস উপলক্ষে তিনি জানিয়েছেন, রাশিয়া পরমাণু বাহিনীর পরিধি বাড়ানোর কাজে আরও মনোযোগী হবে।

এই প্রকল্পের আওতায় পরমাণুভিত্তিক ভূমি ও সাগর থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানানো হবে বলেও জানিয়েছেন এই রুশ নেতা।

পুতিন জানিয়েছেন, প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (যা নানা ধরণের পরমাণু অস্ত্র বহনে সক্ষম) মোতায়েন করা হবে।

পুতিন আরও বলেছেন, ‘আমরা হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যাপক পরিমাণে উৎপাদন করবো এবং সমুদ্রভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করা হবে।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে পশ্চিমা ও মস্কোর মধ্যে চলছে পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ। এবার যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। ফলে পরমাণু যুদ্ধের শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কিছু সামরিক বিশেষজ্ঞ।

 

 

Leave a Reply

Your email address will not be published.

X