January 18, 2025
তুরস্ক-সিরিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পঃ অন্তত ৬ জন নিহত

তুরস্ক-সিরিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পঃ অন্তত ৬ জন নিহত

তুরস্ক-সিরিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পঃ অন্তত ৬ জন নিহত

তুরস্ক-সিরিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পঃ অন্তত ৬ জন নিহত

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। অন্যদিকে নতুন করে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকে, তাদের উদ্ধারে চলছে অভিযান।

স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪। এদিকে প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি সংস্থা জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। এর তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়। এছাড়া পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও কম্পন অনুভূত হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জনগণকে সম্ভাব্য বিপজ্জনক ভবনগুলোতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে আরও ২১৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র গেলো ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়। এতে এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। ভূমিকম্পের ১৫ দিন পার হয়ে গেলেও এখনও অলৌকিকভাবে ধ্বংস্তুপ থেকে উদ্ধার হচ্ছে জীবিত  মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published.

X