September 18, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের সাত দিনঃ মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৬ হাজার

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের সাত দিনঃ মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৬ হাজার

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের সাত দিনঃ মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৬ হাজার

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ের সাত দিনঃ মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৬ হাজার

অধিকতর শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের তাণ্ডবে নিউজিল্যান্ডের লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তর এবং পূর্ব উপকূলীয় এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন প্রায় কয়েক লাখ বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন মানুষ, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় সোয়া কোটি মানুষ। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে ৭ দিন পেরিয়ে গেলেও এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

প্রধানমন্ত্রী হিপকিন্স এ ঘূর্ণিঝড়কে শতাব্দির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করে বলেন, গ্যাব্রিয়েল আঘাতের সাতদিন পার হলেও এখনো ৬ হাজার ৪৩১ জন নিখোঁজ আছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় সহায়তা পাঠানো যাচ্ছে না।

পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফসল নস্ট হয়ে গেছে এবং এখনো ২৮ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হচ্ছে।

ঝড়ে ক্ষতির মাত্রা এতো বেশি যে স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তা সামাল দিয়ে ওঠতে পারছে না। এ ব্যাপারে অস্ট্রলিয়া ও যুক্তরাজ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

X