January 18, 2025
গর্ভনিরোধক ব্যবস্থা ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার

গর্ভনিরোধক ব্যবস্থা ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার

গর্ভনিরোধক ব্যবস্থা ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার

গর্ভনিরোধক ব্যবস্থা ব্যবহার নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগান রাজধানী কাবুলসহ দুটি প্রধান শহরে গর্ভনিরোধক বিক্রি বন্ধ করে দিয়েছে তালেবান। তাদের দাবি, মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এটি পশ্চিমা ষড়যন্ত্র।

বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের হুঁশিয়ারি দিচ্ছেন তালেবান যোদ্ধারা। এ ছাড়া জন্মনিয়ন্ত্রণ ওষুধ সরিয়ে ফেলতে ফার্মেসি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এক ফার্মেসি মালিক বলেন, কাবুলের প্রতিটি ফার্মেসি নিয়মিত তল্লাশি করছেন তালেবান যোদ্ধারা। তাঁরা দু’বার বন্দুক নিয়ে দোকানে এসে গর্ভনিরোধক ওষুধ না রাখার হুমকি দিয়েছেন। বাধ্য হয়ে ওই ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছেন তিনি। এই মাসের শুরু থেকেই জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ইনজেকশনের মতো পণ্যগুলো ফার্মেসিতে রাখার অনুমতি নেই। কাবুল ও মাজার-ই-শরিফ শহরের অন্য ফার্মাসিস্টরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

কাবুলের এক প্রবীণ স্বাস্থ্যকর্মী জানান, এক তালেবান কমান্ডার তাঁকে বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের পশ্চিমা ধারণা প্রচারের অনুমতি নেই এবং এটি অপ্রয়োজনীয় কাজ। তবে কাবুলে তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published.

X