January 18, 2025
যুদ্ধের ১ বছরপূর্তি, আপোস-আলোচনা পুতিনের সঙ্গে নয়ঃ জেলেনস্কি

যুদ্ধের ১ বছরপূর্তি, আপোস-আলোচনা পুতিনের সঙ্গে নয়ঃ জেলেনস্কি

যুদ্ধের ১ বছরপূর্তি, আপোস-আলোচনা পুতিনের সঙ্গে নয়ঃ জেলেনস্কি

যুদ্ধের ১ বছরপূর্তি, আপোস-আলোচনা পুতিনের সঙ্গে নয়ঃ জেলেনস্কি

এক সপ্তাহ বাকি, তাহলেই এক বছর পূর্ণ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নামে এই যুদ্ধ শুরু করে রাশিয়া। বিগত এই এক বছরে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে লুহানস্ক, ডোনেটস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অন্যতম। গণভোটের মাধ্যমে এসব অঞ্চল নিজেদের ভূখণ্ডে একীভূত করে নিয়েছে রাশিয়া।

শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়ার আক্রমণে এরই মধ্যে বিধ্বস্ত হয়ে গেছে গোটা ইউক্রেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি অর্থনৈতিকভাবেও সংকটে পড়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি।

আর এখনও রুশ বাহিনী কর্তৃক দখলকৃত ওইসব অঞ্চল পুনরুদ্ধার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এমনকি এসব অঞ্চলের কোনও অংশই রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুদ্ধের এক বছরের মাথায় ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির আওতায় তিনি নিজের দেশের কোনও অঞ্চল ছেড়ে দেবেন না।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে কোনও অঞ্চল ছেড়ে দেওয়া মানে তাদেরকে আবার ফিরে আসার সুযোগ দেওয়া।

তিনি বলেন, “এটা আপসের কথা নয়। আমরা কেন আপস করতে ভয় পাব? প্রতিদিনের জীবনে আমাদের অনেক আপস করে চলতে হয়। প্রশ্নটা হল, আপোস কাদের সঙ্গে? পুতিনের সঙ্গে? না। কারণ, সেখানে বিশ্বাস নেই। পুতিনের সঙ্গে আলোচনা? না। কারণ, বিশ্বাস নেই।”

জেলেনস্কি বলেন, রাশিয়া বসন্তে হামলার যে আভাস দিয়েছিল, তা এর মধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, রাশিয়া কেবল অস্ত্রের ভাষা বোঝে অন্য কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published.

X