January 18, 2025
কিম জং উন কাণ্ডঃ নিজের মেয়ের নাম নিয়ে জনগণের সঙ্গে

কিম জং উন কাণ্ডঃ নিজের মেয়ের নাম নিয়ে জনগণের সঙ্গে

কিম জং উন কাণ্ডঃ নিজের মেয়ের নাম নিয়ে জনগণের সঙ্গে

কিম জং উন কাণ্ডঃ নিজের মেয়ের নাম নিয়ে জনগণের সঙ্গে

উত্তর কোরিয়ার বড়ই হেঁয়ালি এক আশ্চর্য শাসক  কিম জং উন, নিজের মেয়ের নাম নিয়ে জনগণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে একনায়ক কিম। বলা হয়েছে, কিমের মেয়ের নাম অন্য কোনও মেয়ের জন্য রাখা যাবে না সেদেশে। শুধু তাই নয়, যাদের আগে থেকেই নাম কিমের মেয়ের নামে রাখা হয়েছে, তাদের নাম বাধ্যতামূলক পরিবর্তনের নির্দেশ দিয়েছে কিম প্রশাসন।

কিমের মেয়ের নাম জু-আয়ে;বয়স ৯ বা ১০ বছর । বাবার সাথে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে সম্প্রতি দেখা যাচ্ছে  তাকে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয় যে উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক এবং দেশের আদর্শ হিসেবে নিজের মেয়েকে স্থাপন করতে চাইছেন কিম।

রিপোর্ট অনুযায়ী, একনায়ক শাসনতন্ত্রের অধীনে থাকা দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জু-আয়ে নামে যে যেসব নারীর নাম নিবন্ধিত, তাদের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে।

উল্লেখ্য, এর আগেও নেতাদের উত্তরসূরিদের নাম রাখার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসন আমল থেকেই এই ‘প্রথা’ চলে এসেছে। সেই সময় থেকেই জোরপূর্বক পরিবর্তন করানো হতো নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম। বর্তমানে কিম জং উন, স্ত্রী সাল-জু’র নামে কেউ নাম রাখতে পারে না সেদেশে। এবার সেই তালিকায় জুড়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু-আয়ে’র নামও।

মনে করা হয়, কিম জং উনের দ্বিতীয় সন্তান হল জু-আয়ে। আরও দুটি সন্তান রয়েছে কিমের। তবে কানাঘুষা রয়েছে, জু-আয়ে তার সবচেয়ে পছন্দের সন্তান।

এদিকে কিম জং উনের বয়স বর্তমানে মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছিলেন, তখন তার বয়স ছিল খুবই কম। তাই  এখন খুব ছোট বয়স থেকেই নিজের উত্তরসূরিকেও প্রস্তুত করা শুরু করে দিয়েছেন কিম।

 

Leave a Reply

Your email address will not be published.

X