তুরস্কে জাহাজে তৈরি হলো অস্থায়ী ভাসমান হাসপাতাল
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে আহত ব্যক্তিদের জরুরি সেবা দেওয়ার জন্য একটি জাহাজে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি), স্থানীয় কর্তৃপক্ষ ইস্কান্দারুন এবং আশেপাশের বাসিন্দাদের জন্য একটি ভাসমান চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থা করেছে।
জানা গেছে, বায়রাক্তার নামের একটি ল্যান্ডিং জাহাজে এ ব্যবস্থা করা হয়েছে। ৩০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে দুই হাজারের বেশি মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন। সার্জন, অর্থোপেডিস্টসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। ভাসমান সেবা কেন্দ্রটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করছে।