ভূমিকম্পে তুরস্কে গভীর খাদ সৃষ্টি
গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার শহরাঞ্চলে শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। বর্তমানে সেসব এলাকায় বসবাসকারী মানুষের দুর্দশা ও করুণ চিত্র নিয়ে অনেক খবর রয়েছে।
তুরস্কের দক্ষিণ-পূর্ব আলতিনোজো বিভাগে এক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভূমিকম্পের প্রভাবে সেখানে গভীর খাদ তৈরি হয়েছে বলে জানা গেছে।
ভূমিকম্পের পর সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের আলটিনোজোতে একটি ৯৮৪ ফুট লম্বা খাদ তৈরি করা হয়েছিল, মিডিয়া জানিয়েছে। খাদের ভেতরটা দেখতে অনেকটা ধূসর গিরিখাতের মতো। কিছু জায়গায় এটি প্রায় ১৩০ ফুট গভীর।
ভূমিকম্পের প্রভাবে তৈরি এই শ্যাফট প্রমাণ করে গত সোমবার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প কতটা শক্তিশালী ছিল।
ওই এলাকায় বসবাসকারী ইরফান আকসু নামে এক ব্যক্তি তুর্কি সংবাদ মাধ্যমকে বলেন, “ভূমিকম্পে এতটা বিকট শব্দ হয় যে, আমরা যখন জেগে উঠি তখন মনে হয় আমরা যুদ্ধক্ষেত্রে আছি।”
ওই এলাকায় তল্লাশি চালানোর অনুরোধ করেন তিনি। কারণ সেখানে তিনিসহ প্রায় ৭ হাজার মানুষের বসবাস। তিনি বলেন, “আমরা ভয় পাচ্ছি। খাদটি আরেকটু সামনে হলে আমাদের শহরের মাঝখানে পড়ে যেত।’
এদিকে, তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পটি ২০২১ সালের পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ২০২১ সালে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। কিন্তু সেখানে কোনো মানব বসতি না থাকায় মানুষের কোনো ক্ষতি হয়নি।