November 25, 2024
ইরানে ‘ঈগল-৪৪’ ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধন

ইরানে ‘ঈগল-৪৪’ ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধন

ইরানে 'ঈগল-৪৪' ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধন

ইরানে ‘ঈগল-৪৪’ ভূগর্ভস্থ বিমান ঘাঁটির উদ্বোধন

ইরানের সেনাবাহিনীর বিমান চলাচল ইউনিট একটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উদ্বোধন করেছে। মঙ্গলবার ইরান প্রকাশ্যে তার প্রথম ভূগর্ভস্থ বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়েছে।

এই ভূগর্ভস্থ বিমান ঘাঁটির নাম ‘ঈগল-ফোরটি ফোর’। বিমানঘাঁটির উদ্বোধনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মুসাভিও উপস্থিত ছিলেন।

ইরানি সামরিক বাহিনীর ভূগর্ভস্থ বিমান ঘাঁটি থেকে সব ধরনের যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন পরিচালনা করা যায়। এই ঘাঁটিতে কমান্ড সেন্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, মেরামত কেন্দ্র এবং নেভিগেশন সেন্টার সহ সকল আধুনিক সুবিধা রয়েছে। এই বিশাল ভূগর্ভস্থ ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর নতুন সামরিক বিমানও রয়েছে।

বলা হয়, ইরানের বিমান বাহিনী বেশ কয়েকটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি তৈরি করেছে। তবে এই প্রথম আনুষ্ঠানিকভাবে এ ধরনের বিমানঘাঁটি প্রদর্শন করা হলো।

ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার জন্য এ ধরনের ঘাঁটি নির্মাণ করছে যাতে শত্রুদের ওপর সহজেই আক্রমণ করা যায়। এই ধরনের ঘাঁটিগুলি সাধারণত শহর থেকে দূরে বিশাল পাহাড়ের নীচে তৈরি করা হয়।

এর আগে ইরান আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি খুলেছে। এসব ঘাঁটিতে বিভিন্ন ধরনের ড্রোন প্রস্তুত রাখা হয়েছে।

 উল্লেখ্য, ইরানকে বিশ্বের শীর্ষস্থানীয় ড্রোন শক্তির দেশ হিসেবে বিবেচনা করা হয়। 

Leave a Reply

Your email address will not be published.

X