যুক্তরাষ্ট্র; যত বেশি অস্ত্র দেবে, তত বেশি হামলাঃ সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়ার প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা তত বেশি। পরমাণু অস্ত্রের মাধ্যমেও এই হামলা ঠেকানো যাবে বলেও সতর্ক করেন তিনি।
সাংবাদিক নাদানা ফ্রেডরিকসনের সাথে একটি লিখিত সাক্ষাৎকারে মেদভেদেভ বলেছেন, “কিয়েভের অধীনে থাকা ইউক্রেনের সমস্ত অঞ্চল পুড়ে যাবে।”
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনে মস্কোর আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই যুদ্ধের পরামর্শ দিয়ে আসছেন। দূরপাল্লার অস্ত্রের ব্যবহার রাশিয়াকে কিয়েভের সাথে আলোচনায় বসতে বাধ্য করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নাদানা ফ্রেডরিচসন বলেন, ফলাফল ঠিক বিপরীত হবে।
ফ্রিডরিচসন তার টেলিগ্রাম চ্যানেলে সাক্ষাৎকারটি পোস্ট করেছেন।