January 17, 2025
অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল লন্ডনের সমান বড় বরফখণ্ডঃ জলবায়ু পরিবর্তনের আভাস?

অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল লন্ডনের সমান বড় বরফখণ্ডঃ জলবায়ু পরিবর্তনের আভাস?

অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল লন্ডনের সমান বড় বরফখণ্ডঃ জলবায়ু পরিবর্তনের আভাস?

অ্যান্টার্কটিকায় ভেঙে পড়ল লন্ডনের সমান বড় বরফখণ্ডঃ জলবায়ু পরিবর্তনের আভাস?

ধসে পড়া আইসবার্গের আয়তন ১,৫৫০ বর্গকিলোমিটার

অ্যান্টার্কটিকায় একটি বড় বরফখণ্ড ভেঙে গেছে। এর আয়তন বৃহত্তর লন্ডনের (১৫০০ বর্গ কিলোমিটার) সমান।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানিয়েছে যে গত রবিবার আইসবার্গটি ধসে পড়ে। যুক্তরাজ্যের এই জাতীয় সংস্থা অ্যান্টার্কটিকায় বিভিন্ন ধরনের গবেষণা ও জরিপ পরিচালনায় নিয়োজিত রয়েছে।বিজ্ঞানীরা এক দশক আগে ব্রান্ট আইস শেলফের এই হিমশৈলীতে বড় ধরনের ভাঙনের বিষয়টি জানতে পারেন। তবে বিগত দুই বছরে হিমশৈলটিতে বড় ধরনের দুটি ভাঙন ধরে। বিএএস হ্যালি রিসার্চ স্টেশনের অবস্থান ব্রান্ট আইস শেলফে।

হিমশৈলবিদেরা বলছেন, হিমশৈলটির ভাঙনে গবেষণাকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। ভেঙে পড়া বরফখণ্ডের আকার ১ হাজার ৫৫০ বর্গকিলোমিটার।

বিজ্ঞানী এবং গবেষকেরা বলছেন, এটা জলবায়ু পরিবর্তনের ফল নয়, হিমশৈলটি যে ভাঙবে তা জানাই ছিল।

বিএএস গ্ল্যাসিওলজিস্ট অধ্যাপক ডমিনিক হজসন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আইসবার্গ ধসের এই ঘটনাটি প্রত্যাশিত ছিল। এটি ব্রান্ট আইস শেল্ফের স্বাভাবিক আচরণ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমাদের বিজ্ঞানী এবং মনিটরিং টিম সব কিছুর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সক্রিয়।

Leave a Reply

Your email address will not be published.

X