January 23, 2025
শীতে আফগানিস্তানে ১৫০ জনেরও বেশি মৃত্যু

শীতে আফগানিস্তানে ১৫০ জনেরও বেশি মৃত্যু

শীতে আফগানিস্তানে ১৫০ জনেরও বেশি মৃত্যু

শীতে আফগানিস্তানে ১৫০ জনেরও বেশি মৃত্যু

প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত আফগানিস্তান এ পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঠাণ্ডা আবহাওয়ার ও ত্রাণসংকটের কারণে দেশটির জনগণকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। আফগানিস্তান এবার সর্বচ্চো শীতলতম বছর পার করছে। জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমে মাইনাস ২৮ ডিগ্রিতে নেমে এসছে। অন্য সময় বা বছরগুলোতে তাপমাত্রা ০ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

মঙ্গলবার দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি বলেন, প্রায় ৭০ হাজার গবাদিপশু ঠাণ্ডায় জমে মারা গেছে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের ২ কোটি ৮৩ লাখ মানুষ, অর্থাৎ দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের টিকে থাকার জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published.

X