October 18, 2024
পবিত্র কোরআনে আগুন: ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক

পবিত্র কোরআনে আগুন: ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক

পবিত্র কোরআনে আগুন: ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক

পবিত্র কোরআনে আগুন: ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন দেবে না তুরস্ক

তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর পর ন্যাটোর সদস্যপদ পেতে সুইডেনকে তুরস্ক আর সমর্থন দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট হাফেজ রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার (২৩ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, যারা এ ধরনের ধর্মীয় অবমাননা মেনে নিতে পারেন, তাদের তুরস্কের সমর্থন আশা করা উচিত নয়।

তিনি স্টকহোমে দেশটির বিরোধীদের কর্মকাণ্ডকে ‘ব্লাসফেমি’ বলে অভিহিত করেছেন। এ সময় এরদোগান আরও বলেন, বাক স্বাধীনতার কথা বলে ধর্মীয় অবমাননার কোনো সমর্থন নেই।

এদিকে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করলেও বাধা হয়ে দাঁড়ায় তুরস্ক। সামরিক জোটের সদস্যপদ পেতে ন্যাটোর সব দেশের সমর্থন প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সাফ বলে দিয়েছেন, অধিকার ও স্বাধীনতা নিয়ে সুইডিশ সরকারের আমাদের কাছে বুলি আওড়ানোর দরকার নেই। অধিকার ও স্বাধীনতার প্রতি সত্যিই শ্রদ্ধা থাকলে তুর্কি প্রজাতন্ত্র বা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করত। এবং যদি না পারেন, তাহলে দুঃখিত, ন্যাটো সদস্যপদ পেতে আমাদের কোনো সমর্থনও পাবেন না।

Leave a Reply

Your email address will not be published.

X