September 7, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
নিউইয়র্কের বাসিন্দাদের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল মাফের ঘোষণা গভর্নরের

নিউইয়র্কের বাসিন্দাদের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল মাফের ঘোষণা গভর্নরের

নিউইয়র্কের বাসিন্দাদের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল মাফের ঘোষণা গভর্নরের

নিউইয়র্কের বাসিন্দাদের বকেয়া বিদ্যুৎ ও গ্যাস বিল মাফের ঘোষণা গভর্নরের

গভর্নর ক্যাথি হচুলের নির্দেশনায় নিউইয়র্কে যাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাসের বিল যাদের বকেয়া রয়েছে তাদের সেই অর্থ মাফ করে দেয়া এর জন্য গভর্নর বরাদ্দ করেছেন ৬৭২ মিলিয়ন ডলার। রাজ্যের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী ৪৭৮,০০০ বাসা বাড়ি ও ৫৬,০০০ ছোট ব্যবসা প্রতিষ্ঠান এই সহায়তার সুযোগ পাবে।

গভর্নর ক্যাথি হচুল বলেন, প্রত্যেক নিউইয়র্কবাসীর অধিকার রয়েছে সুলভে গ্যাস- বিদ্যুৎ পাওয়ার। কিন্তু বিপুল সংখ্যক মানুষ আর্থিক সংকটে লাইট জ্বালাতে বা চুলা জ্বালাতে ভয় পান। তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে নিউইয়র্কের বাসিন্দাদের জন্য আমার বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছিলাম। এতে আমি বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

গভর্নরের ঘোষণায় বলা হয় ২০২২ সালের ১ মে পর্যন্ত নিউইয়র্ক স্টেটের মধ্যআয়ের মানুষের জন্য বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একবারের জন্য ক্রেডিট দেয়া হবে। অর্থাৎ তাদের বকেয়া বিলের অর্থ পরিশোধ করা হবে। গত বছর সামারে একই ধরনের ক্রেডিট দেয়া হয়েছিল স্বল্প আয়ের মানুষদের।

গভর্নর ক্যাথি হচুল বছরে ৭৫,০০০ ডলার বা তার কম উপার্জনকারীদের জন্য এককালীন বিদ্যুৎ বিল মওকুফ করার জন্য ২০০ মিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা করেছেন। প্রায় ৮০০,০০০ গ্রাহক এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published.

X