January 18, 2025
কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

কুয়েতের কাছে ড্রোন বিক্রি করছে তুরস্ক

তুরস্ক কুয়েতের কাছে ৩৭০ মিলিয়ন ডলারে সশস্ত্র ড্রোন বিক্রি করতে যাচ্ছে। তবে তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার কুয়েতের কাছে কয়টি ড্রোন বিক্রি করবে তা প্রকাশ করেনি।

সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজানের যুদ্ধে সাফল্যের প্রেক্ষাপটে তুরস্কের বেকার টিবি২ ড্রোনের আন্তর্জাতিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন এই ড্রোনের সফল ব্যবহারের কারণে এর চাহিদা বেড়েছে।

বেকার একটি বিবৃতিতে বলেছেন যে Baykar TB-2 ড্রোন রপ্তানির জন্য কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে $৩৭০মিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কুয়েতের কাছে কতটি ড্রোন বিক্রি করা হবে, সে ব্যাপারে অবশ্য কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনা প্রতিষ্ঠানগুলোকে হারিয়ে বায়কার এগিয়ে চলেছে। কুয়েত ক্রয় করায় বায়াকতার টিবি২ ড্রোন কেনা দেশের সংখ্যা ২৮-এ উন্নীত হলো।

Leave a Reply

Your email address will not be published.

X