১৬০ কোটি ডলার জরিমানার মুখে ট্রাম্পের প্রতিষ্ঠান
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬০ কোটি ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত।
তার এই প্রতিষ্ঠান গত ১৫ বছর ধরে করের তথ্য জালিয়াতি করে আসছিল উল্লেখ করে এই রায় দেন নিউইয়র্কের আদালত।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ট্রাম্পের মালিকানাধীন দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৭টি অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় মামলার যাবতীয় কাজ শেষ হলেও আনুষ্ঠানিক রায় ঘোষণা বাকি ছিলো।
তবে, ট্রাম্পের প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ মামলায় বিপুল পরিমাণ অর্থদণ্ডাদেশ দেয়া হলেও ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়নি। কাউকে অর্থদণ্ডও দেওয়া হয়নি।