November 21, 2024
জাপানকে রাশিয়ার কঠিন হুমকিঃ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা

জাপানকে রাশিয়ার কঠিন হুমকিঃ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা

জাপানকে রাশিয়ার কঠিন হুমকিঃ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা

জাপানকে রাশিয়ার কঠিন হুমকিঃ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা

’হোক্কাইডো দ্বীপে’২০২২-এর ডিসেম্বরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সুপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকির পর এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে বিশ্লেষকরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো এই হুঁশিয়ারি দেন।

হোক্কাইডো দ্বীপটি এমন একটি দ্বীপপুঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত, যাকে রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জ বলে। আর  জাপান যেটির নাম দিয়েছে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। কুরিল দ্বীপপুঞ্জ জাপানের উত্তর প্রান্তে এবং রাশিয়ার পূর্বতম প্রান্তে ওখোটস্ক সাগরে অবস্থিত।

রুদেনকো বলেন, হোক্কাইডোতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানি পরিকল্পনা রাশিয়ার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এই ধরনের কাজকর্ম চলতে থাকলে আমরাও রুশ সেনাবাহিনীর সামনে থাকা চ্যালেঞ্জ দূর করতে পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Leave a Reply

Your email address will not be published.

X