January 22, 2025
আফগানিস্তান ইস্যুঃ পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ইস্যুঃ পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ইস্যুঃ পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান ইস্যুঃ পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সম্প্রতি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা রয়েছে। এই আস্তানা নিশানা করে হামলা চালাবে পাকিস্তান।

বিষয়টি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান প্রতিক্রিয়া জানায়। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। কাবুল তার এই লক্ষ্য অর্জনে সব উপায়ের প্রতি বিশ্বাস রাখে। তালেবানের মুখপাত্র বলেন, ‘এটা দুঃখজনক যে পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তান সম্পর্কে মিথ্যা বিবৃতি দিচ্ছেন।’

দুই দেশের (আফগানিস্তান-পাকিস্তান) এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসবাদ থেকে নিজেদের রক্ষার অধিকার পাকিস্তানের আছে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তেহরিক-ই তালেবানকে (টিটিপি নামে পরিচিত) আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়। টিটিপি দমনে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানো হবে এমন নীতিগত সিদ্ধান্তও হয়।

Leave a Reply

Your email address will not be published.

X