বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার কেন্দ্রভূমি হবে তুরস্ক: এরদোগান
তুরস্কের শিক্ষার্থীরাই শুধু জ্ঞানার্জনে দেশের বাইরে যাবেন না; একসময় জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী, গবেষক আর বিজ্ঞানীরা তুরস্কে আসবেন। আর এ দেশ হবে বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ব্যাপারে কোনো দ্বিমত নেই। বরং আমরা এটি সমর্থন করি। তবে বিদেশ থেকে জ্ঞানার্জন শেষে যথাসময়ে দেশে ফিরে দেশের উন্নয়নে মেধাকে কাজে লাগাতে হবে।’
এরদোগান বলেন, ‘বর্তমানে তুরস্কে নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। এ সময় জোর দিয়ে এই তুর্কি প্রেসিডেন্ট বলেন, একসময় এই ভূখণ্ড হবে বিজ্ঞান ও প্রযুক্তির কেন্দ্র।