পুতিনের বিচার দাবি ব্রিটিশ কৌঁসুলি জেফরি নাইস
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিচারের দাবি জানিয়েছেন ব্রিটিশ কৌঁসুলি জেফরি নাইস। ব্রিটিশ এই কৌঁসুলি সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের বিরুদ্ধে মামলার নেতৃত্ব দিয়েছিলেন–তিনি ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য পুতিনের বিচারের আহ্বান জানিয়েছেন।
জেফরি নাইস বলেন, পুতিন বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করার জন্য দায়ী- যা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং তার বিরুদ্ধে এর চেয়ে স্পষ্ট অভিযোগ আর হতে পারে না। তবে রাশিয়া বলেছে, তারা বেসামরিক মানুষকে আক্রমণের লক্ষ্যবস্তু করছে না।
নাইস প্রশ্ন তোলেন, ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে পুতিন দায়মুক্তি পেতে পারেন– সেকথা ভেবেই কী আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিচার করতে চাইছে না? আইসিসি তার এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।