হাদিসের আলোঃ সময় থাকতে নবীজি (সাঃ) যে ৫ টি বিষয়কে মূল্যায়ন করতে বলেছেন
সময় থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি বিষয় মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। এটি মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ এবং বিশেষ আদেশ। যেনো উম্মাহর প্রতিটি সদস্য একটি সৌভাগ্যবান, সফল ও সর্বাঙ্গীণ সুন্দর জীবন যাপন করতে পারে । কি সেই হাদিস?
وَعَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ
اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ
شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ
وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ
وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ
وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ
وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
(رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا)
হজরত আমর ইবনু মায়মুন আল আওদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন:
পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো।
তাহলো-
১. যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে।
২. সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে।
৩. স্বচ্ছলতাকে মূল্যায়ন করো দরিদ্র্তা আসার আগে।
৪. অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে। এবং
৫. জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে।
(মিশকাত,৫১৭৪)
মহান আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহ সহ সকলকে এ হাদীসের গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করে আমল করার তাওফীক দিয়ে সুস্থ-সুন্দর সচ্ছল কল্যাণময় ও শান্তিময় জীবন দান করুন আমিন ।
3 Comments