ভাঙা ইঞ্জিনের কাঠের নৌকায় করে ইন্দোনেশিয়ায় এসেছে ৫৮ জন মুমূর্ষু রোহিঙ্গা
৫৮ জন রোহিঙ্গা মুসলিমরা কয়েক সপ্তাহ পানিতে ভাসানোর পর ক্ষুধার্ত ও শারীরিকভাবে দুর্বল হয়ে ইন্দোনেশিয়ার একটি বন্দরে পৌঁছেছে।
স্থানীয় পুলিশ জানায়, ভাঙা ইঞ্জিনসহ কাঠের নৌকায় করে এসব রোহিঙ্গা শরণার্থী এতদূর এসেছে। অনেককে ইতিমধ্যেই খুব দুর্বল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাদের খাবারের ব্যবস্থা করেছেন।
৫৮ জনের একটি রোহিঙ্গা দল রোববার দেশের ইন্দ্রপত্র বন্দরে পৌঁছেছে। তারা সবাই পুরুষ।
দুই দিন আগে, জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর আন্দামান সাগরের আশেপাশের দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে দুই সপ্তাহ ধরে সাগরে ভাসমান দেড় শতাধিক রোহিঙ্গা বহনকারী একটি ছোট মাছ ধরার নৌকাকে সাহায্য করার আহ্বান জানিয়েছে।
নৌকার যাত্রীরা একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানায় যে শিশুসহ অনেকেই মারা গেছে এবং তাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে। নিখোঁজ নৌকা অবশেষে ডুবে গেছে বলে আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘও।
২০১৭ সালে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী নিজ জন্মভূমি মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শরণার্থী শিবিরে অবস্থান করছে।
এসব রোহিঙ্গার অনেকেই বাংলাদেশ থেকে নৌকায় করে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। এসব রোহিঙ্গার বেশির ভাগই মালয়েশিয়া যাওয়ার লক্ষ্য।