January 18, 2025
আফগান নারীদের এনজিওতে কাজ নিষিদ্ধ করল তালেবান

আফগান নারীদের এনজিওতে কাজ নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে নারীদের বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার

আফগান নারীদের এনজিওতে কাজ নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানে নারীদের বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। এর মাধ্যমে দেশটিতে নারীদের অধিকার ও স্বাধীনতা আরও খর্ব হলো। খবর বিবিসির।

গত ২১ ডিসেম্বর নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এর কয়েক দিন পর আজ আবার তাদের এনজিওতে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

শনিবারের এক চিঠির মাধ্যমে এ নিষেধাজ্ঞার আদেশ জারি করে আফগান অর্থ মন্ত্রণালয়। এতে, নারীদের জাতীয় ও আন্তর্জাতিক উভয় এনজিওতে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

তবে এ আদেশ আফগানিস্তানে থাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এসব সংস্থা দেশটিতে বিভিন্ন ত্রাণ ও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে।

কোনো প্রতিষ্ঠান নতুন এ নীতি না মেনে চললে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

এদিকে কাজে যেতে বাধাপ্রাপ্ত কয়েকজন নারী সংবাদমাধ্যম বিবিসির কাছে তাদের ভয় ও অসহায়ত্বের কথা বলেছেন।

এক নারী বলেন, তিনি তার পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। তিনি বলেন, ‘যদি কাজে না যেতে পারি তাহলে কে আমার পরিবারকে সহায়তা করবে?’

আরেক নারী জানান, তিনি তালেবানের কঠোর পোশাক নীতি মেনে চলতেন। তিনি বলেন, ‘এ খবরে আমি মর্মাহত। আমার জীবনে কী হবে তা নিয়ে আমি বিভ্রান্ত।’ আরেক আফগান নারী বলেন, ‘বিশ্ব আমাদের দেখছে। কিন্তু কিছুই করছে না।’

সাক্ষাৎকার দেওয়া নারীদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি সংবাদ মাধ্যমগুলো ।

Leave a Reply

Your email address will not be published.

X