January 18, 2025
নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা

নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা

নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা

নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা

যুক্তরাষ্ট্র আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরিকে হত্যার দাবি করলেও সম্প্রতি তার ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে।

চরমপন্থিদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারি আমেরিকান সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার প্রকাশিত ভিডিওটিতে কোনো দিন কিংবা তারিখ নেই। কবে ও কখন সেটি ধারণ করা হয়েছে, সে বিষয়েও তথ্য নেই এতে।

যুক্তরাষ্ট্রের দাবি, চলতি বছরের আগস্টে আফগানিস্তানে আমেরিকান হামলায় নিহত হন জাওয়াহিরি। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সংগঠনটির প্রধান হন তিনি। এর পর থেকে জাওয়াহিরি পলাতক ছিলেন।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, সতর্ক, ধৈর্য ও অবিরাম প্রচেষ্টার ফল ছিল জাওয়াহিরিকে শনাক্ত ও হত্যার অভিযান।

যুক্তরাষ্ট্র জাওয়াহিরিকে হত্যার দাবি করলেও আল-কায়েদার পক্ষ থেকে এখনও নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, মিসরীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য ও আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা সাইফ আল-আদেল গোষ্ঠীটির পরবর্তী প্রধান হতে পারেন।

সাইফ আল-আদেলকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

Leave a Reply

Your email address will not be published.

X