ইউক্রেন যুদ্ধের অবসান চায় পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান চায় রাশিয়া। আর সব সশস্ত্র সংঘাতই শেষ হয় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে। সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানো আমাদের লক্ষ্য নয়। বরং যুদ্ধ শেষ করাটাই লক্ষ্য। আমরা এ যুদ্ধ শেষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব। তা যত তাড়াতাড়ি হয় সেটি অবশ্যই মঙ্গল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
বুধবার হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ইউক্রেনীয়দের সহায়তা করার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রপ্রধান।
ঠিক পরের দিনই এমন মন্তব্য করলেন পুতিন।
হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আলোচনা করতে ইচ্ছুক পুতিন। এ ব্যাপারে সত্যিই ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন তিনি।