November 22, 2024
ইউক্রেনে যুদ্ধ সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনে যুদ্ধ সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৮৫ কোটি মার্কিন ডলারের এ সহায়তার আওতায় ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর করবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বিকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর জো বাইডেন এ ঘোষণা দেন।

প্রেসিডেন্ট বলেন, রুশ হামলা মোকাবিলায় আমরা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় জোর দিচ্ছি। সেই জন্য ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছি।

এ সময় সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি মার্কিন সরকার এবং জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে বলেন, ‘প্রথমে আপনাকে ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে পারাটা আমার জন্য অনেক সম্মানের।’

পরে যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালানোর জন্য দেশটির সেনাদের আমরা প্রশিক্ষণ দেব। এ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আকাশসীমা সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

বাইডেন আরও বলেন, জেলেনস্কি যুদ্ধ বন্ধ করে ‘শান্তি’ প্রতিষ্ঠার আগ্রহ দেখালেও, এ ‘নিষ্ঠুর যুদ্ধ’ বন্ধ করার কোনো ইচ্ছাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা শুরুর পর এটি প্রেসিডেন্ট জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

 

Leave a Reply

Your email address will not be published.

X