January 18, 2025
মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনস্কি

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনস্কি

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনস্কি

মার্কিন কংগ্রেসে ভাষণ দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। মার্কিন কংগ্রেসে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের শহরগুলোর বিরুদ্ধে রাশিয়া সব কিছু ব্যবহার করছে। কিন্তু ইউক্রেন তার অবস্থান ধরে রাখবে ও আত্মসমর্পণ করবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে অব্যাহত আর্থিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আপনাদের অর্থ কোনো চ্যারিটি নয়। এটা হচ্ছে বৈশ্বিক গণতন্ত্র ও নিরাপত্তায় বিনিয়োগ।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরালো করতে জেলেনস্কি কংগ্রেসের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, নৃশংস যুদ্ধ চলা স্বত্ত্বেও ইউক্রেনবাসী এই বছর বড় দিন উদযাপন করবে। বিদ্যুৎ না থাকলেও নিজেদের প্রতি আমাদের বিশ্বাসের আলো নিভে যাবে না। ইউক্রেন নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এই বলে জেলেনস্কি তার বক্তব্য শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published.

X