ফের নিউইয়র্কে মাস্ক পরার পরামর্শ
নিউইয়র্কে ভেরিয়্যান্ট ফ্লো এবং আর, এসভি (রেসপিরেটরি সিনসেশাল ভাইরাস) এর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন সিটির স্বাস্থ্য বিভাগের কমকর্তারা। নিউইয়র্ক সিটির বাসিন্দাদের ইনডোরে এবং জনবহুল স্থানে উচ্চ মানের মাস্ক পরিধানের অনুরোধ করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।
সিটির স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাভাবিকের চেয়ে অধিক মাত্রায় উপরোক্ত ভাইরাসের বিস্তারে গভীর শঙ্কা প্রকাশ করা হয়েছে। সিটির হেলথ কমিশনার ডা: অশ্বিন ভাসান উদ্ভুত পরিস্থিতিতে সিটিবাসীকে ইনডোর ও ভিড়পূর্ণ স্থানে, অফিস, স্কুল, গণপরিবহনে সারাক্ষণ মাস্ক পরিধানের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, কোভিড ও ফ্লু’র জন্য যারা ভ্যাকসিন নিয়েছেন, তাদেরও মাস্ক পরিধানের আবশ্যকতা রয়েছে।
স্বাস্থ্য বিভাগ থেকে আরো বলা হয়েছে যে, যদিও কোভিড এখন আর আমাদের জীবনে শঙ্কা সৃষ্টির প্রধান কারণ হিসেবে ভূমিকা পালন করছে না, কিন্তু কোভিড এবং অন্যান্য ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, চলতি শীতে ভাইরাস সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা বাড়তে পারে এবং ইতোমধ্যে তা বেড়েছে। বিগত দুই সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক বছর ধরেই থ্যাঙ্কসগিভিং এর পর এই প্রবণতা লক্ষ্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, যা থ্যাঙ্কসগিভিং এর পর থেকে শুরু হয়ে জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে।
এতে আরো বলা হয়, কোনো কোনো বছর কোভিড সংক্রমণ খারাপ দিকে যেতে পারে। এসব নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যারা এখনো কোভিড ভ্যাকসিন দেননি, এবং বুস্টার ডোজগুলো নেননি, তাদের উচিত ভ্যাকসিন গ্রহণ করা এবং ঝুঁকি হ্রাস করা। কারণ এ ঝুঁকি শুধু একজন ব্যক্তির নয়, বরং সমষ্টির। উল্লিখিত ভাইরাসগুলো যেহেতু দ্রুত সংক্রমিত হয়, সেজন্য ইনডোর ও ভিড়ের স্থানে সকলের জন্য মাস্কপরা জরুরী ।