ট্রাম্পের জেল হতে পারে ৪০ বছর পর্যন্ত
মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে গত বছর সংঘটিত দাঙ্গার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহসহ চারটি ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল তদন্ত কমিটি। মঙ্গলবার ডেমোক্র্যাট নেতৃত্বাধীন এ কমিটি সর্বসম্মতিক্রমে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে মার্কিন বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে। যদি ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগে বিচার করা হয় এবং তা প্রমাণিত হয় তাহলে তার ৪০ বছরের জেল হতে পারে।
এতে করে সামনের বছর আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। ট্রাম্পের সমর্থকরা গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটলে হানা দিয়ে ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কার্যক্রমে গণ্ডগোল পাকিয়েছিল ।