September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
ইউক্রেনে সংঘাতের জন্য রাশিয়া দায়ী নয়: রুশ প্রেসিডেন্ট নতুন স্বর

ইউক্রেনে সংঘাতের জন্য রাশিয়া দায়ী নয়: রুশ প্রেসিডেন্ট নতুন স্বর

ইউক্রেনে সংঘাতের জন্য রাশিয়া দায়ী নয়: রুশ প্রেসিডেন্ট নতুন স্বর

ইউক্রেনে সংঘাতের জন্য রাশিয়া দায়ী নয়: রুশ প্রেসিডেন্ট নতুন স্বর

রুশ প্রেসিডেন্ট  পুতিন বলেছেন, ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেজন্য রাশিয়া দায়ী নয়, বরং ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দায়ী।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।

পুতিন, ‘এখন দুই দেশের মধ্যে যা চলছে, তা অবশ্যই একটি ব্যাপক শোকাবহ ব্যাপার এবং এই শোকের অংশীদার রাশিয়া ও ইউক্রেন উভয়ই।’

ইউক্রেনকে এখনো ‘ভাতৃপ্রতিম’ দেশ হিসেবে বিবেচনা করেন বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আজকের এই পরিস্থিতি আমাদের দোষে সৃষ্টি হয়নি। আমরা এজন্য দায়ী নই। ইউক্রেনের শুভাকাঙ্ক্ষী প্রতিবেশী রাষ্ট্র হওয়ার জন্য আমরা বছরের পর বছর চেষ্টা করেছি। বিভিন্ন সময়ে আর্থিক ঋণের জন্য দেশটিকে প্রস্তাব দিয়েছি, কম দামে তাদের কাছে জ্বালানিও বিক্রি করতে চেয়েছি। রাশিয়ার জনগণ চিরদিনই ইউক্রেনীয়দের ভাইয়ের মতো বিবেচনা করে আসছি এবং এখনো ব্যক্তিগতভাবে আমি ইউক্রেনকে ভাতৃপ্রতিম জাতি হিসেবেই দেখি।’

কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সেসব বন্ধুত্বপূর্ণ উদ্যোগ কোনো কাজে আসেনি এবং তার প্রধান কারণ, ইউক্রেনের ক্ষমতাবান গোষ্ঠী ছিল পশ্চিমাদের ব্রেন ধোলাইয়ের শিকার।

রুশ প্রেসিডেন্ট এও বলেছেন এ যুদ্ধ আসলে তৃতীয় দেশগুলোর নীতির ফলাফল। আরও স্পষ্ট করে বললে, ইউক্রেনের পশ্চিমাদের নীতিই এ যুদ্ধের জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published.

X