November 21, 2024
নতুন দিগন্তে প্রবেশ করছে তুরস্ক

নতুন দিগন্তে প্রবেশ করছে তুরস্ক

নতুন দিগন্তে প্রবেশ করছে তুরস্ক

নতুন দিগন্তে প্রবেশ করছে তুরস্ক

বিশ্বের ১৭তম গ্যাস সরবরাহকারী দেশ তুরস্ক। খুব শিগগিরই দেশটিকে প্রথম অবস্থানে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তুরস্কের ইস্তাম্বুলে ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজের উদ্বোধনের সময় এ আশ্বাস দেন এরদোগান।

তিনি বলেন, ‘আমরা নতুন এক যুগে প্রবেশ করছি। আগামী ২০ বছরের মধ্যে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি খাতে তুরস্ককে অনন্য এক উচ্চতায় নিয়ে যাব আমরা।’

এরদোগান বলেন, ‘২০২১ সালে তুরস্কের জ্বালানি তেলের সরবরাহের সক্ষমতা ছিল প্রায় ১৬ কোটি টন; যার আর্থিক মূল্য ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এর দাম এখন বেড়ে দাড়িয়েছে ৮১ বিলিয়ন ডলার।’

প্রসঙ্গত, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনা করেছে তুরস্ক। বিশ্বের প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির কেন্দ্র হিসেবে নিজেদের গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। ইতোমধ্যে এ খাতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে দেশটি।

Leave a Reply

Your email address will not be published.

X