ফেসবুকের আয়ে আসতে পারে বড়-সড় ধাক্কা
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনি যা লিখে সার্চ করবেন, এরপর দেখবেন ঠিক সে সম্পর্কিত বিষয়গুলোর বিজ্ঞাপন আপানার নিউজ ফিডে বেড়ে যাবে। আর এর কারণ হলো ব্যবহারকারীর আগ্রহের বিষয়বস্তু নজরদারির মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তারমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সার্চসহ বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রাখে।
তবে এবার এ ধরনের অবৈধ নজরদারি বন্ধ করতে চায় ইউরোপীর ডাটা প্রটেকশন বোর্ড। যা কার্যকর হলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার ও নজরদারির সুযোগ হারাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
আর হ্যাঁ,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য-উপাত্ত বিশ্নেষণ সুযোগ হারাচ্ছে। ইইউ নতুন নীতিমালা কার্যকর করলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এভাবে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে না।
তবে এ বিষয়ে ইইউ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর নতুন নীতিমালা বাস্তবায়িত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির আয়ে বড় ধাক্কা লাগতে পারে বলেও জানিয়েছেন ফেসবুক বিশেষজ্ঞরা।