প্রাদেশিক বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি ইমরান খানের
পাকিস্তানে দুই প্রাদেশিক বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বেশ কিছু দিন ধরেই দেশে আগাম সাধারণ নির্বাচনের দাবি তুলেছে পিটিআই। এরই ধারাবাহিকতায় এবার আগাম নির্বাচন না দিলে দুই বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দিল তারা।
রোববার পিটিআইর শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরী তাঁর টুইটারে লেখেন, ২০ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান সরকার এ বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে তাঁরা কঠিন পথ অনুসরণ করবেন।
গত মাসেই ইমরান আগাম নির্বাচনের ব্যাপারে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তাঁর সেই আহ্বানে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেখানে শাহবাজ সরকারের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের আগস্ট মাসে।
পাকিস্তানের ৪টি প্রাদেশিক বিধানসভা রয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশে বিধানসভা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে পিটিআই। সাধারণ নির্বাচনের সঙ্গেই এই বিধানসভাগুলোতে নির্বাচন হয়। কিন্তু বিধানসভা ভেঙে নতুন করে স্বচ্ছ নির্বাচনের দাবি তুলেছেন ইমরান। চলতি বছরের এপ্রিলে সংসদের আস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় ইমরান খানকে।