ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে
ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ।
স্টলটেনবার্গ নরওয়েজিয়ান সম্প্রচারক এনআরকে বলেছেন যে ইউক্রেনে এটি একটি ভয়ানক যুদ্ধ। এতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে তারা প্রতিদিন কাজ করছেন।
স্টলটেনবার্গ বলেছেন, পূর্ণাঙ্গ যে ভয়ানক যুদ্ধ তাতে কোনো সন্দেহ নেই।
নরওয়ের সাবেক এই প্রধানমন্ত্রীও বলেছেন, সংঘাত এড়ানো জরুরি। অথবা আরো ইউরোপীয় দেশ প্রভাবিত হতে পারে.
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে মস্কো অভিযোগ করেছে যে ন্যাটো কিয়েভের বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। পশ্চিমা সামরিক জোটগুলো ইউক্রেনের সেনাদের রুশ বাহিনীর ওপর হামলা চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ইউক্রেন থেকে সামরিক সহযোগিতা প্রত্যাহারের হুমকি দিয়েছেন।
ন্যাটোর অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং নরওয়েসহ অনেক দেশ রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলে ইউক্রেনের ভূখণ্ডের লড়াইয়ে মস্কো অনেকটাই পিছিয়ে।