November 24, 2024
চোখের ভেতরে ট্যাটু, অন্ধত্বের পথে আইন পড়ুয়া এক তরুণী

চোখের ভেতরে ট্যাটু, অন্ধত্বের পথে আইন পড়ুয়া এক তরুণী

চোখের ভেতরে ট্যাটু, অন্ধত্বের পথে আইন পড়ুয়া এক তরুণী

চোখের ভেতরে ট্যাটু, অন্ধত্বের পথে আইন পড়ুয়া এক তরুণী

আয়ারল্যান্ডের আনায়া নামের এক তরুণী তার প্রিয় মডেলের অনুকরণে চোখের ভেতরে ট্যাটু করিয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারাতে চলেছেন। অস্ট্রেলীয় মডেল অ্যাম্বার লুক তার চোখের বলে ট্যাটু করে অনেকের নজর কেড়েছেন। যা দেখে আয়ারল্যান্ড থেকে তার ভক্ত আনায়া পিটারসন উত্তেজিত হয়ে পড়েন। ৩২ বছর বয়সী আনায়া অ্যাম্বারকে অনুকরণ করতে চোখের ট্যাটু করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সেই ট্যাটুর কালি চোখে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিক্রিয়া এতটাই তীব্র যে ডাক্তাররা আশঙ্কা করছেন যে আনায়া চিরতরে অন্ধ হয়ে যেতে পারেন।

অস্ট্রেলিয়ান মডেল অ্যাম্বারও ট্যাটু করিয়ে ৩ সপ্তাহের জন্য দৃষ্টিশক্তি হারিয়েছেন। এরপর তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। সেটা দেখে আয়ারল্যান্ডের বেলফাস্টের বাসিন্দা আনায়া ভাবলেন প্রথমে এক চোখে ট্যাটু করিয়ে দেবেন। যাতে সমস্যা হলেও অন্য চোখে দেখতে অসুবিধা না হয়। একইভাবে, ২০২০ সালের জুলাইয়ে, আনায়া প্রথমবারের মতো তার ডান চোখে একটি নীল ট্যাটু করিয়েছিলেন। শুষ্ক চোখ এবং মাথাব্যথা ছাড়া অন্য কোন সমস্যা ছিল না। বিশেষ কোনো সমস্যা না হওয়ায় সেই বছরের ডিসেম্বরে অন্য চোখে ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন অনায়া। তার বাম চোখে বেগুনি রঙের ট্যাটু আছে।

দ্বিতীয় চোখে ট্যাটু করানোর প্রায় ৮ মাস পরও চোখে কোনো সমস্যা হয়নি। কিন্তু ২০২১সালের আগস্টে একদিন, অনায়া জেগে ওঠে এবং চোখ ফোলা দেখতে পায়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা পরীক্ষা করে জানান, ট্যাটুর কালি পড়ে চোখে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ওরা বলল অনয়ার চোখে সেই কালি থেকে ছানি পড়ছে। সাধারণ ছানিতে, রোগীরা অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পান। কিন্তু এক্ষেত্রে যেহেতু ট্যাটুর কালি অপসারণের কোনো উপায় নেই, তাই বারবার ছানি পড়তেই থাকবে। সার্জারি এই সমস্যার সমাধান করবে না। শখের ট্যাটুর কারণে দৃষ্টি হারানোর এমন আশঙ্কা থাকায় ভেঙে পড়েছেন অনায়া। তার কথা, ‘যদি জানতাম এটা ঘটবে, আমি কখনোই ট্যাটু করতাম না।’

Leave a Reply

Your email address will not be published.

X