January 18, 2025
রুশ অস্ত্র বিক্রেতার বিনিময়ে মুক্তি পেলেন বাস্কেটবলার ব্রিটনি গ্রিনার

রুশ অস্ত্র বিক্রেতার বিনিময়ে মুক্তি পেলেন বাস্কেটবলার ব্রিটনি গ্রিনার

রুশ অস্ত্র বিক্রেতার বিনিময়ে মুক্তি পেলেন বাস্কেটবলার ব্রিটনি গ্রিনার

রুশ অস্ত্র বিক্রেতার বিনিময়ে মুক্তি পেলেন বাস্কেটবলার ব্রিটনি গ্রিনার

রাশিয়ার অস্ত্র বিক্রেতা ভিক্টর বউটের মুক্তির বিনিময়ে ছাড়া পেলেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় রুশ অস্ত্র বিক্রেতা ভিক্টর বউটকে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র। তাই ছাড়া পান মার্কিন বাস্কেটবল স্টার ব্রিটনি গ্রিনার।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এই বন্দি বিনিময় চুক্তি হয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে এই বন্দি বিনিময় চুক্তি হয়।

তবে সাবেক মার্কিন মেরিন পল হুইলান এখনও রাশিয়ার হেফাজতে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিনারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, “আমি কিছুক্ষণ আগে ব্রিটনি গ্রিনারের সঙ্গে কথা বলেছি। তিনি নিরাপদে আছেন। তিনি একটি বিমানে বসে আছেন। তিনি দেশে যাচ্ছেন।”

Leave a Reply

Your email address will not be published.

X