September 19, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
জেলেনস্কিঃ টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত

জেলেনস্কিঃ টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত

জেলেনস্কিঃ টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত

জেলেনস্কিঃ টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন। এই সপ্তাহের শুরুতে তিনি দশজনের একটি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

জেলেনস্কি ইউক্রেনকে নেতৃত্ব দিচ্ছেন। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে দেশটি।

জেলনস্কি শুরু থেকে রাশিয়ার হামলা বন্ধ ও ইউক্রেনকে রক্ষায় সর্বদা নিয়োজিত। রুশ হামলার পর থেকেই বিশ্বমঞ্চে নেতা হয়ে উঠেছেন তিনি।

তার নেতৃত্বে ইউক্রেন রাশিয়ার বিপক্ষে অনেক স্থানে জয় পেয়েছে ও হারানো ভূমি পুনরুদ্ধার করেছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সবরকমের সহযোগিতা করছে।

সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল রফতানি ইস্যুতে পশ্চিমা মিত্রদের দ্বারা নির্ধারিত মূল্যসীমার সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এ পশ্চিমা পদক্ষেপকে দুর্বল বলে অভিহিত করেছেন।

শুক্রবার অনুমোদিত ওই নির্ধারিত মূল্যসীমার লক্ষ্য সমুদ্রবাহিত রাশিয়ান অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেলের জন্য ৬০ মার্কিন ডলার অর্থ প্রদান করা। রুশ খনিজ তেল ক্রয়ের জন্য ওই দেশগুলো এখন থেকে এর চেয়ে বেশি অর্থ দেবে না।

Leave a Reply

Your email address will not be published.

X