রাশিয়া প্রথমেই আগ বাড়িয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না: পুতিন
রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া পাগল হয়ে যায়নি যে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। কেবল ব্যাপক ধ্বংসযজ্ঞের জবাব দেওয়ার প্রয়োজন হলেই এটি ব্যবহার করবে মস্কো। তবে পারমাণবিক যুদ্ধের হুমকি ক্রমেই বাড়ছে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন দ্রুত যুদ্ধ জয়ের পরিকল্পনা করেছিলেন, পশ্চিমারা বিশ্বাস করেছিল। তবে বুধবার (৭ ডিসেম্বর) মস্কোতে রুশ মানবাধিকার কাউন্সিলের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে।
পারমাণবিক যুদ্ধের হুমকি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এটা আড়াল করা ভুল হবে। তবে কোনো অবস্থাতেই রাশিয়া প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না এবং কাউকে হুমকি দেবে না।
পুতিন বলেন, আমরা পাগল হইনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র কি। আমরা এই অস্ত্রকে ক্ষুরের মতো সারা বিশ্বে ছড়িয়ে দিতে যাচ্ছি না।
তিনি বলেন, অন্য কোনো দেশ বা অঞ্চলে আমাদের কোনো পারমাণবিক অস্ত্র মোতায়েন নেই। কিন্তু আমেরিকার আছে- তুরস্ক ও ইউরোপের কয়েকটি দেশে।