সিরিয়ায় আবারো টহল শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি এলাকায় আবার টহল শুরু করেছে। শুক্রবার তুরস্কের বিমান হামলার পর ওই এলাকায় টহল শুরু হয়।
সিরিয়া ও ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ২০ নভেম্বর তুর্কি আক্রমণের পর টহল কমানো হয়েছিল। ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার জন্য কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করার পর আঙ্কারা হামলা চালায়।
আইএস নিয়ন্ত্রণের অংশ হিসেবে সিরিয়ায় কয়েকশ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা পিপলস ডিফেন্স ইউনিট (পিডিইউ) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর সাথে একসাথে টহল দেয়। হাসাকা প্রদেশের রামেইলানারঘাটিতে দুই থেকে চারটি মার্কিন পতাকাবাহী যানবাহন আলাদাভাবে সীমান্তে টহল দিচ্ছে।
সাধারণত ওই এলাকায় প্রায় ২০ জন টহল দেওয়া হতো। তবে তুর্কি হামলার পর তা পাঁচ থেকে ছয়ে নেমে এসেছে।
উল্লেখ্য, পিডিইউ এবং পিকেকেকে তুরস্ক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।