আইফোন-অ্যানড্রয়েডের বিকল্প আনছেন টুইটার মালিক ইলন মাস্ক
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন বা গুগলের অ্যানড্রয়েড এর সাথে পাল্লা দিতে স্মার্টফোন আনছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সম্প্রতি এক টুইটে বাজারে ফোন আনার খবর জানিয়েছেন ইলন। তিনি জানান, প্রয়োজন হলে আইফোন ও অ্যানড্রয়েডের বিকল্প তৈরি করবেন। এখন অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের প্লে-স্টোর এবং অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ ডাউনলোড করতে হয়। কিন্তু এ দুই প্ল্যাটফরম থেকে টুইটারকে নিষিদ্ধ করা হলে নিজে বিকল্প ফোন তৈরি করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।
এ মুহূর্তে বিশ্বের স্মার্টফোন বাজারের বড় অংশ দখলে রয়েছে গুগলের তৈরি অ্যানড্রয়েড ও অ্যাপলের তৈরি আইওএস অপারেটিং সিস্টেম। প্রায় দেড় দশক ধরে এ অপারেটিং সিস্টেমগুলোতে একের পর এক আপডেট এসেছে। কিন্তু অ্যাপ স্টোর ও প্লে-স্টোর থেকে অ্যাপস বিক্রি করলে অ্যাপল ও গুগলকে প্রায় ৩০ শতাংশ কমিশন দিতে হয় ডেভেলপারদের। এ অতিরিক্ত ফি’কে ইন্টারনেটের গোপন ট্যাক্স বলে আখ্যা দিয়েছেন ইলন।
টুইটার সাবস্ক্রিপশনের জন্য গ্রাহকদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে তার একটা অংশ ইলন মাস্কের কাছ থেকে কেটে নিচ্ছে অ্যাপল ও গুগল। যা মেনে নিতে পারছেন না বিশ্বের এই ধনী । এ কারণে নিজে নয়া অপারেটিং সিস্টেমের ফোন লঞ্চ করে এ টেক জায়েন্ট সংস্থাগুলোকে কড়া প্রতিযোগিতার সম্মুখীন করতে চাইছেন ইলন।যদিও ইলন মাস্কের ফোনে কী স্পেসিফিকেশন থাকবে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।