January 20, 2025
কলোরাডোর সমকামী নাইটক্লাবে হামলা, ৫ নিহত

কলোরাডোর সমকামী নাইটক্লাবে হামলা, ৫ নিহত

কলোরাডোর সমকামী নাইটক্লাবে হামলা, ৫ নিহত

কলোরাডোর সমকামী নাইটক্লাবে হামলা, ৫ নিহত

কলোরাডোর একটি সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত । এই হামলায় ১৮ জন আহত । রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র পামেলা কাস্ত্রো বলেছেন, “খুব দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে স্থানীয় একটি ক্লাবে আজ সন্ধ্যায় একটি গুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

তিনি বলেন যে শনিবার মধ্যরাতের আগে পুলিশ একটি জরুরি কল পেয়েছিল এবং জানতে পারে যে ক্লাব কিউ নামে পরিচিত নাইটক্লাবে শুটিং চলছে। ক্লাবের ভিতরে একজন সন্দেহভাজন হামলাকারী হিসাবে চিহ্নিত হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়।

ক্লাবের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, তাদের সম্প্রদায়ের ওপর এমন হামলায় তারা ক্ষুব্ধ।

উল্লেখ্য, ফ্লোরিডার অরল্যান্ডোর একটি নাইট ক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। অধুনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published.

X