৮০তম জন্মদিনে, বাইডেনঃ সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড বুকে নাম লেখাতে যাচ্ছেন জো বাইডেন। রোববার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে তার ৮০তম জন্মদিন উদযাপন করতে যাচ্ছেন তিনি। দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার ৮০তম জন্মদিন উদযাপন করছেন। তার জন্মদিনে কী কী আয়োজন করা হচ্ছে সে বিষয়ে হোয়াইট হাউস থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, জন্মদিনের পার্টির পুরো আয়োজনের দায়িত্বে আছেন বিডেনের নাতনি।
উল্লেখ্য, পেন্সিলভেনিয়ায় ২০ নভেম্বর ১৯৪২ সালে ক্যাথরিন ইউজেনিয়া বাইডেন এবং জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র-এর ঘরে জন্ম নেয়া জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র একজন মার্কিনক্যাথলিক রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৭তম ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়্যারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন
এই গুনিন রাজনীতিবিদ- প্রেসিডেন্ট এর জন্মদিনে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা -ভালোবাসা ও দীর্ঘায়ু কামনা। সচল এবং সুস্থ পথ চলা হোক এই মহান ব্যক্তিত্বের।