September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
বাইডেন প্রশাসন খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অব্যাহতি দিয়েছে

বাইডেন প্রশাসন খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অব্যাহতি দিয়েছে

বাইডেন প্রশাসন খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অব্যাহতি দিয়েছে

বাইডেন প্রশাসন খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে অব্যাহতি দিয়েছে

সাংবাদিক জামাল খাশোগি হত্যার প্রধান আসামি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বেকসুর খালাস দিয়েছে মার্কিন প্রশাসন। জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে ওয়াশিংটনের একটি আদালতে মামলা চলছে। সেই মামলায় অভিযুক্তের তালিকা থেকে এবার বাদ পড়বে সালমানের নাম। বাইডেন প্রশাসনের মতে, সালমান যেহেতু সৌদি আরবের প্রধানমন্ত্রী, তাই যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো বিচার সম্ভব নয়। ২০১৮ সালে, জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভিতরে সৌদি ঘাতকরা হত্যা করেছিল।

হত্যার পর তার শরীরে এসিড ঢেলে ধ্বংস করা হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেই হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিজ যুবরাজ সালমানের খালাসের সমালোচনা করেছেন। তিনি টুইট বার্তায় বলেন, আজ আবারও জামাল মারা গেলেন। আমরা ভেবেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের আলো দেখতে পাব। কিন্তু আবার জিতেছে অর্থের খেলা। এই যে জামাল আর আমি জানি না এটি সেই দুনিয়া!

যুবরাজ সালমানের অনাক্রম্যতার বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি সিদ্ধান্ত নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

X