ভারতে কালবৈশাখী ঝড়ে নিহত হয়েছেন ১৮ জন
তাপদাহ ও ক্লান্তি তাৎক্ষণিকভাবে দূর হলেও কালবৈশাখী ঝড় কেড়ে নিল ১৮ জন। ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচণ্ড বজ্রপাতে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই ঘণ্টা তান্ডবের পর প্রকৃতি শান্ত হলে রাজ্যের ছয়টি জেলায় অন্তত ১৮ জন মারা যান। কয়েকদিনের তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেল দক্ষিণবঙ্গ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন মুর্শিদাবাদ জেলায়, তিনজন হাওড়া জেলায় মারা গেছেন। এছাড়া বর্ধমান জেলায় চারজন, উত্তর ২৪ পরগনা জেলায় দুইজন, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃষ্টির পূর্বাভাস দেওয়ার সময়, আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস বুধবার বলেন, “বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।” সেই ভবিষ্যদ্বাণীই সঠিক হয়েছে । ওই দিন দুপুর থেকেই রাজ্যের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্রবল বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঝড়ের জেরে রাজ্যের বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে। কালবৈশাখীর সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে।
এরপর খবর আসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে ও বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।